Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহস থাকলে দেশে এসে জেল জুলুম মোকাবেলা করুন

তারেকের প্রতি ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এসে ‘জেল-জুলুম’ মোকাবেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারেককে উদ্দেশ করে তিনি বলেন, সৎ সাহস থাকলে দেশে আসুন। সব মোকাবেলা করুন।
গতকাল শনিবার বিকালে রাজধানীর শ্যামলী মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের প্রতি এ আহ্বান জানান। আদাবর থানা আওয়ামী লীগের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আপনার সৎ সাহস থাকলে দেশে এসে মোকাবেলা করুন। পলাতক নেতার হুকুম আদেশ কর্মীরা মানে না। সাহস থাকে তো দেশে আসুন। সৎ সাহস থাকে তো জেল-জুলুমের বিরুদ্ধে দেশে এসে আন্দোলন করুন। তখনই ভাববো আপনি একজন সাহসী নেতা। তার আগে আপনি পলাতক নেতা। পলাতকের ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দেবে না।
কাদের বলেন, বিএনপি নেতা তারেক রহমান মানিলন্ডারিংয়ের মামলায় দন্ডপ্রাপ্ত একজন ফেরারী আসামী। তিনি একজন পলাতক আসামী হিসেবে এভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিতে পারেন না। তিনি বলেন, তারেক রহমান তার বক্তব্যে আদালতকে ঠিকাদারী প্রতিষ্ঠান এবং বিচারপতিদের ঠিকাদার হিসেবে উল্লেখ করেছেন। তিনি এ ধরনের মন্তব্য করে দেশের বিচার ব্যবস্থাকে জঘন্যভাবে অপমান করেছেন।
তারেক রহমানের উদ্দেশ্যে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের তিনি বলেছেন জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলন করতে হবে। কিন্তু বিএনপির কর্মীরা যদি তাকে পাল্টা প্রশ্ন করেন- আমরা জেল জুলুম বরণ করে আন্দোলন করবো, আর আপনি নেতা; জেলের ভয়ে সৎ সাহস নেই বলে জেলকে ভয় পাচ্ছেন? বিদেশে থেকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আমি বলেবো, আপনার সৎ সাহস থাকে বাংলাদেশে এসে এসব মোকাবেলা করুন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র সংশোধন করে রায় দিয়েছে বেগম খালেদা জিয়া দুর্নীতিপরায়ন। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তন করে আদালতের রায়ের আগেই তারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপির গঠনতন্ত্রের এই ধারা অনুযায়ী কোন দুর্নীতিগ্রস্তÍ ও কুখ্যাত সন্ত্রাসী দলটির সদস্য হতে পারে না। খালেদা জিয়া আদালতে দন্ডিত হলে তিনিও বিএনপির সদস্য থাকতে পারবেন না।
কাদের বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বিলুপ্ত করে দেয়া প্রমাণ করে বেগম খালেদা জিয়া দুর্নীতিপরায়ন। আর এই দুর্নীতির টাকায় সভা করে দামি হোটেলে। বিএনপি নিজেরাই নিজেদের তৈরি খাদে পড়েছে। কারণ বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় এখনও হয়নি। এ মামলার রায়ের আগেই তারা কিভাবে জানলেন খালেদা জিয়ার শাস্তি হবে? বিএনপি তাদের গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তনের মাধ্যমে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে, এমন অভিযোগের জবাবে কাদের বলেন, অভিযোগের ভিত্তিতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, গণগ্রেপ্তারের বিষয়ে প্রশাসন সজাগ আছে। অপরাধীদের ভিডিও দেখে দেখে গ্রেপ্তার করা হচ্ছে। নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। বাছ বিচার ছাড়া কাউকে গ্রেফতার না করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় হাজার হাজার লোককে গ্রেফতার করেছিল। সে ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, কিন্তু প্রকাশ্য দিবালোকে যারা পুলিশের প্রীজন ভ্যানে হামলা চালিয়ে আসামী ছিনতাই করেছে এবং পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে তা ভাংচুর করেছে তারা আইনের আওতার বাইরে থাকতে পারে না।
কাদের বলেন, যারা পুলিশ ভ্যানে হামলা চালিয়েছে তারা অনুপ্রবেশকারী নয়। তাদের ভিডিও ফুটেজ রয়েছে। তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতেই হবে।
আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিকে অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। সভা শেষে শীতার্ত মানুষের মধ্যে দু’হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।

 



 

Show all comments
  • মনির ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:১৫ এএম says : 5
    কার কেমন সাহস আছে জনগণ তা ভালো করে জানে।
    Total Reply(0) Reply
  • S. Anwar ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:১৪ এএম says : 2
    শাবাশ কাদের সাহেব.!! বুঝাতে চাচ্ছেন আপনার খুব সাহস আছে। দেখি কেমন সাহস আপনার, মুখে নাকি বুকে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনটা দিয়ে প্রমান করে দিন মর্দের মোরদ কতটুকু আছে।
    Total Reply(0) Reply
  • Humayon Kobir ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৩৯ পিএম says : 3
    পুলিশ ছাড়া এসেন, দেখা হবে রাজপথে
    Total Reply(0) Reply
  • Shah Faroque ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৩৯ পিএম says : 2
    Without police
    Total Reply(0) Reply
  • এইচ এম মাকসুদ ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৪৯ পিএম says : 3
    আপনারা শুধু সাহসের কথা বলেন,আপনাদের যদি সাহস থাকে তাহলে প্রশাসন ছাড়া মাঠে নেমে দেখেন, কার পাওয়ার কতটুকু
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম চঞ্চল ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১:৫০ পিএম says : 2
    সাহস থাকলে নিরপেক্ষ নির্বাচন দিন।
    Total Reply(0) Reply
  • কমল ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫৪ পিএম says : 1
    আপনার কাছ থেকে আরো ওয়েটফুল কথা প্রত্যাশা করছি।
    Total Reply(0) Reply
  • রাসেল ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫৫ পিএম says : 2
    বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে আপনি এত উদ্বিগ্ন কেন সেটাই আমার বুঝে আসে না।
    Total Reply(0) Reply
  • জহির ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫৭ পিএম says : 1
    বিএনপি, তারেক, খালেদা জিয়া নয় দেশ, দেশের উন্নয়ন এবং বাস্তা ঘাট নিয়ে কথা বলুন। আপনার কাছে আমরা সেটা জানতে চাই।
    Total Reply(0) Reply
  • তুষার ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৫৮ পিএম says : 0
    আপনার সাহস থাকলে দেশের সড়ক মহাসড়কগুলোর প্রকৃত অবস্থা কি সেটা জানান। আর আপনি কতটুকু উন্নয়ন করেছেন সেটা জানান।
    Total Reply(0) Reply
  • সায়মা ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:২১ পিএম says : 0
    কার কতটা সাহস জনগণতো তা বুঝে। পারলে নিজের সাহসটা ফুটিয়ে তুলুন।
    Total Reply(0) Reply
  • ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪২ এএম says : 0
    আপনার সহ থাকলে নিরোপেখ সরকার দিয়ে নির্বচন দিন (নড়াইল)
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ২:৩৯ এএম says : 0
    জুলুম যে করছেন তাহলে সে কথা স্বীকার করলেন। অন্যায় ভাবে জেলে ঢুকাচ্ছেন তাও স্বীকৃত। এবার জনগনের রায়ের পালা ।
    Total Reply(0) Reply
  • Tarek ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:২৪ পিএম says : 0
    He will come as like as like as Thunder. You will teach a good lessen.
    Total Reply(0) Reply
  • Zia ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩১ পিএম says : 0
    মনে রাখবেন ১ মাঘে শীত যায় না. যখন দেশে আসবে তখন তোমরা পালাবার পথ পাবেন না। " গায়ে মানে না আপনি মোড়ল "
    Total Reply(0) Reply
  • Tarek ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৩৭ পিএম says : 0
    দেশে কখন আসবে সেটা কি আপনাকে বলবো নাকি ? নাকি আপনার permission নিয়ে তাকে দেশে আসতে হবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ