Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে ৭ হাজার আইএস যোদ্ধাসহ হাজার হাজার রিজার্ভিস্ট সক্রিয় : মস্কো

মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের মাধ্যমে অবস্থান মজবুত করতে চায়

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে ৭ হাজার আইএস এবং অন্যান সশস্ত্র গ্রুপের বেশ কয়েক হাজার ‘রিজার্ভিস্ট’ সক্রিয় রয়েছে। রাশিয়ার আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলভ এ তথ্য জানিয়েছেন। ১ ফেব্রুয়ারি ‘রাশিয়া ২৪’ টিভি চ্যানেলকে তিনি বলেন, আমরা গত তিন বছর ধরে আইএসের আফগান শাখার উৎস অনুসন্ধান করছি। আমাদের হিসাব মতে, সেখানে আইএস-এর ৭,০০০ সক্রিয় সদস্য রয়েছে। এর বাইরে আরো কয়েক হাজার রিজার্ভিস্ট রয়েছে। কাবুলভ আরো জানান যে আফগানিস্তানে তৎপর এসব ইসলামিস্টকে আফগান সরকার বা দেশটিতে মোতায়েন বিদেশী বাহিনী খুঁজে পায়নি। তারা মধ্য এশিয়ার দেশগুলোকে অস্থিতিশীল ও সরকারগুলোকে উৎখাত করতে চায় উল্লেখ করে কাবুলভ বলেন, এটা একটি গুরুতর বিষয়। জঙ্গিরা মার্কিন সেনাদের বিরুদ্ধে জিহাদ করতে আফগানিস্তানে আসেনি। তারা এখানে এসেছে তাদের পরবর্তী লক্ষ্য উত্তর ও মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য অবস্থান মজবুত করতে। রাশিয়ার এই আফগান বিশেষজ্ঞ কূটনীতিকের মতে, আইএস শেষ পর্যন্ত রাশিয়াকে টার্গেট করবে। তিনি উল্লেখ করেন, যেসব আইএস আফগানিস্তানে ঘাঁটি গেড়েছে তাদের বেশিরভাগ এসেছে হয় রাশিয়া অথবা মধ্য এশিয়ার দেশগুলো থেকে। আফগানিস্তানের নিরন্তর অশান্ত পরিবেশ সা¤প্রতিক সময়ে আরো সংঘাত-সংকুল হয়ে উঠেছে। বেশ কিছু রক্তক্ষয়ী হামলার কৃতিত্ব দাবি করেছে আইএস। তাদের সর্বশেষ হামলাটি হয় ২৯ জানুয়ারি। পাঁচ আইএস সদস্য কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে হামলা চালিয়ে ১১ জন সেনা সদস্যকে হত্যা করে। সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ