Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাম পরিষ্কারের পুরস্কার বধূ!

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চার বছর আগে নির্বাচনী প্রচারে বিহার থেকে পাত্রী এনে অবিবাহিত পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়ার বিতর্কিত প্রতিশ্রুতি দেওয়ায় ব্যাপক সমালোচিত হরিয়ানার কৃষি ও পঞ্চায়েত মন্ত্রী এবার একই ধরনের আরেক ওয়াদা করে উত্তাপ ছড়িয়েছেন। হরিয়ানা বিধানসভার মন্ত্রী ওম প্রকাশ ধংকর এবার বলেছেন, যেসব অবিবাহিত পুরুষ তাদের গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভালো কাজ করবে, পুরস্কার হিসেবে তারা পাবেন বধূ। পরিষ্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতে ‘সাত তারকা, পাঁচ তারকা ও তিন তারকা’ স্তরে হরিয়ানার গ্রামগুলোর মূল্যায়ন করা হবে। রেটিং অনুযায়ী সাত তারকা গ্রামের অবিবাহিত পুরুষরা অপেক্ষাকৃত ভালো পাত্রী বিয়ে করার সুযোগ পাবেন। প্রসঙ্গত, হরিয়ানা রাজ্যের গ্রামাঞ্চলে পাত্রীর অভাবে বিয়ে করতে না পারা পাত্ররা ঘটকের মাধ্যমে অন্য রাজ্যের মেয়েদের বিয়ে করে আনেন। এতে বিড়ম্বনাও কম নয়। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ