Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঞ্চে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫২ এএম | আপডেট : ১:০৪ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

শুরু হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা। বেলা ১১ টা ৬ মিনিটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে এই সভা শুরু হয়। এর আগে ১১ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সভার মঞ্চে এসে উপস্থিত হন। সভার শুরুতে কোরআান তেলাওয়াত করেন ওলামা দলের শাহ নেসারুল হক। এরপর শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দীন খোকন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সভা চলছে। সভায় দেশবাসীর উদ্দেশে অগুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খালেদা জিয়া। ২০১৬ সালের ১৯ মার্চ কাউন্সিলের পর এটিই প্রথম নির্বাহী কমিটির সভা। এতে অংশ নিচ্ছেন নির্বাহী কমিটির ৫০২ জন সদস্য, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতিবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ