মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সাহায্য করতে এসে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল আরোহীর ব্যাগে থাকা ৫০ হাজার টাকা চুরি করে ধরা খেয়েছেন ভারতীয় পুলিশের এক নারী সদস্য। গত বুধবার ভারতের পুনে-মুম্বাই মহাসড়কে একটি দুর্ঘটনার পর চুরির এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে বলা হয়েছে, ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে বাবাকে নিয়ে মোটর সাইকেলে যাচ্ছিলেন প্রণীতা নন্দকিশোর বেন্দ্রে নামে এক তরুণী। পথে তেলেগু দাভাদে পুলিশ স্টেশনের সামনের তাদের মোটর সাইকেলটির সঙ্গে অন্য আরেকটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রণীতা ও তার বাবা এবং অন্য মোটর সাইকেল আরোহী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তাদের সাহায্যে ছুটে যান স্বাতী যাদব নামে পুলিশের এক নায়েক। তিনি তখন থানাতেই ছিলেন। এরপর স্বাতী আহতদের থানায় নিয়ে আসেন ও তাদের সাহায্য করার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি স্বাতীকে বলেন ব্যাগ রেখে চিকিৎসা নিতে যেতে। সন্ধ্যায় প্রণীতা ফিরে দেখেন তিনি যেখানে ব্যাগ রেখে গিয়েছিলেন সেখানে ব্যাগ নেই। এরপর পুলিশও ওই ব্যাগের সন্ধানে নেমে যায়। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।