Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যা হলেই ধেয়ে আসছে ইট, ঘুম হারাম

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সন্ধ্যা হলেই আচমকা একের পর একে ঢিল পড়ছে বাড়িতে। বালিশ, গামলা, হেলমেট নিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। এটা কি তাহলে কি ভূতের আতঙ্ক? ভাঙা ইটের আঘাতে ইতিমধ্যে আহতও হয়েছেন বেশ কয়েকজন। ভূতের আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটির তাঁতিপাড়ার বাসিন্দারা। কিন্তু প্রবীণ মহিলারা এটাকে ভূতের তাÐব মানলেও উড়িয়ে দিচ্ছেন যুবক-যুবতীরা। বলছেন, “দুর দুর। ওসব কিছু নয়। মানুষের কাজ। ধরা পড়লে যা হাল করব না!” ইটের ঘায়ে কেউ আহত হচ্ছেন। আবার কেউ অল্পের জন্য রক্ষা পাচ্ছেন। প্রায় এক মাস ধরে কমবেশি চলছে এই উপদ্রব। তবে গত পাঁচদিন ধরে এই উপদ্রবটি রুটিনে পরিণত হয়েছে। পুলিশের দাবি, এলাকায় টহল বাড়ানো হয়েছে। কিন্তু কোনও হদিস পাওয়া যাচ্ছে না। ঘটনার সূত্রপাত সরস্বতী পুজোর দিন থেকে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ