Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়েলকম শহরের স্বর্ণখনি হতে ৯৫৫ শ্রমিক অক্ষত উদ্ধার

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার একটি স্বর্ণখনিতে আটকে পড়ার একদিন পর ৯৫৫ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এসব শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছিলেন। গতকাল শুক্রবার তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওয়েলকম শহরের কাছে সিলবানি গোল্ড মালিকানাধীন বেয়াট্রিক্স স্বর্ণ খনিতে বুধবার সন্ধ্যায় এসব শ্রমিকরা আটকা পড়েছিলেন। বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাতের শিফটে কাজ করা শ্রমিকদের খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা যায়নি। ফলে তারা খনির ভেতরে আটকে যান। প্রায় ৩০ ঘণ্টা পর তাদের অক্ষত অবস্থায় খনির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়। শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। কয়েকজন শ্রমিক পানিশূন্যতা ও উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু তা আশঙ্কাজনক কিছু না। কোম্পানিটি আরও জানায়, প্রকৌশলীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে সমর্থ হন। এতে করে খনির লিফট চালু হয়। শ্রমিকদের বের করে নিয়ে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আটকে পড়া অবস্থা থেকে মুক্তি পাওয়া এক শ্রমিক মাইক খোন্তো জানান, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে সময়টা কষ্টকর ছিল। কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের খাবার ও পানি সরবরাহ করার জন্য। এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ