Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-দ.কোরিয়া যৌথ মহড়ার বিষয়ে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র শীতকালীন অলিম্পিকের পর যদি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোন সামরিক মহড়া পরিচালনা করে, তাহলে উত্তর কোরিয়া অলস বসে থাকবে না। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো জাতিসংঘকে দেয়া এক চিঠিতে এসব কথা বলেন। রি ইয়ং হো বলেন, যখনই যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, তখন কোরিয়া উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। এতে দুই কোরিয়ার মধ্যে অবিশ্বাস ও বিরোধিতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নতুন কোন মহড়া দুই কোরিয়ার মধ্যে বহুল আলোচিত সংলাপকে বাধাগ্রস্ত করবে। তিনি বলেন, ভবিষ্যতে দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য আমরা সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাবো। কিন্তু কোন আমাদের প্রচেষ্টাকে নস্যাত করতে কোন অশুভ পদক্ষেপ নেয়া হলে আমরা অলস বসে থাকবো না। এছাড়া, উত্তর কেরিয়ার ওপর কঠিন শর্তারোপ করার ফলে দুই কোরিয়ার মধ্যে সংলাপ সম্ভব হয়েছে- এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্র বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও চিঠিতে উল্লেখ করেন রি ইয়ং। স¤প্রতি আসন্ন শীতকালীন অলিম্পিক উপলক্ষে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া পিছিয়ে নিতে সম্মত হয়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ