Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশা-নিরাশায় দোলাচলে সুজন!

সংবাদ সম্মেলনেও এলো রাজ্জাক প্রসঙ্গ

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:১০ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০১৮

রুমু, চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ব্যটসম্যনদের রাজত্ব বলবধ রয়েছে। গত তিন দিনে দু’দলের ব্যাটসম্যানরা বোলারদের কাঁদিয়ে ১ হাজার ১৭ রান তুলে নিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ দল প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে করেছে ৫১৩ রান, আর লংকানরা প্রথম ইনিংসে এখনও পর্যন্ত তিন উইকেট হারিয়ে করেছে ৫০৪ রান। তৃতীয় দিন শেষে তারা স্বাগতিক দলের চেয়ে পিছিয়ে রয়েছে মাত্র নয় রানে। হাতে তাদের রয়েছে আরো সাত উইকেট। তাই অনায়সেই বলে দেয়া যায়, প্রথম ইনিংসে লংকানরা বড় লিড নিতে যাচ্ছে। ম্যাচের এই অবস্থায় এগিয়ে রয়েছে লংকানরাই। সেটি মানছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘চট্টগ্রাম টেস্টে শ্রীলংকা বেটার পজিশনে আছে। তবে এখনও দু’টি দিন খেলা বাকি আছে। ওদেরকে তাড়াতাড়ি অলআউট করতে হবে। ওরা তাড়াতাড়ি যাতে রান করতে না পারে।’
এই টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো করতে হবে উল্লেখ করে সুজন বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদেরকে ভালো ব্যাটিং করতে হবে। উইকেট এখনো ভালো আছে ব্যাটিংয়ের জন্য। তারপরও আশা করি যে আমরা কালকে (আজ) সকাল থেকে ভালো করবো। সকালে উইকেট কেমন হয় সেটা একটা বড় ব্যাপার। গত তিনদিনে খুব একটা খারাপ হয়নি উইকেট। ব্যাটিংয়ের জন্য এখনও ভালো আছে।’ বোলিং নিয়ে কিছুট অসন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে আমরা ভালো বোলিং করছি। টেস্টে পাঁচটা দিনই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে আমরা খুব একটা ভালো বোলিং করেছি। হতে পারে উইকেট খুব ভালো। হয়তো শেষদিনেও উইকেট ভালো থাকবে। আশা করি যে ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।’ ক্যাচ মিসের মহড়ায় অসন্তুষ্ট সুজন। এ ব্যাপারে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে এমন সুযোগ কমই আসে। আমরা যদি এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারতাম ভালো হতো। কিন্তু ভাগ্যও হয়তো আমাদের সহায় ছিল না। ক্যাচ মিস করেছি, রান আউটের একটা সুযোগ ছিল। ফিল্ডিংটা আরো ভালো হতে পারত। ক্যাচগুলো ধরতে পারলে ভাল হতো। আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। সব মিলিয়ে ভাগ্যের একটা ব্যাপার ছিল। ফিল্ডিংটা ভালো করতে পারলে ওদেরকে বেঁধে রাখা যেত। আমাদের আসলে স্পেশালিস্ট ফিল্ডার দরকার।’
ব্যাটিংটা বাংলাদেশও অনেক ভালো করেছে উল্লেখ করে সুজন বলেন, ‘আমরাও ভালো ছিলাম। মুমিনুল, মুশফিক, তামিম, ইমরুল ভালো ব্যাট করেছে। আমরা ডমিনেট করেছি। বিশেষ করে মুমিনুল ও মুশফিক যেভাবে ব্যাট করেছে পরের দিকে রিয়াদ যেভাবে টেল এন্ডারদের নিয়ে ব্যাট করেছে তা অসাধারণ। আমাদের অ্যাপ্লিকেশন মনে হয় না খারাপ ছিল। শ্রীলংকাও নিঃসন্দেহে ভালো ব্যাটিং করেছে। বাট আমি বলবো অ্যাপ্লিকেশনের দিক থেকে খুব একটা পার্থক্য ছিল না দু’টি দলের। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়ত এই পরিস্থিতি হত না। ছোট ছোট ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে হয়তো প্রথম ইনিংসে আমরা আরো বেশি স্কোর করতে পারতাম।’ ম্যাচে লংকানরা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বীকার করে সুজন বলেন, ‘শ্রীলংকা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে এটা বলতেই হবে। কারণ ওদের হাতে এখনও সাতটি উইকেট আছে। খেলা এখনও দু’দিন বাকি আছে। তারপরও বলব যে উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো আছে। দ্বিতীয় ইনিংসে অনেক ভালো ব্যাটিং করতে হবে। কত তাড়াতাড়ি ওদেরকে অলআউট করতে পারি সেটাও একটা বড় ব্যাপার। প্রথম ঘন্টায় যদি ২/৩ টা উইকেট নিয়ে ফেলতে পারি তাহলে ম্যাচটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন শুরু করেছিলাম তখন জয়ের লক্ষ্যেই খেলা শুরু করেছি। ম্যাচের এই পর্যায়ে হয়ত নিয়ন্ত্রণটা শ্রীলংকার হাতে। তাদের সেট ব্যাটসম্যান ব্যাটিং করছে। কালকে সকালটা অনেক কিছু বলে দেবে ম্যাচের কন্ট্রোল কার কাছে থাকবে।’
রাজ্জাককে একাদশে না নেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘তেমন বিশেষ কোনো কারণ নেই। সে যেহেতু আন্তর্জাতিক ফিগার। সে এতদিন আমাদের সাথে ছিল না। সে সেটআপের সাথেই অনেক দিন ধরে নেই। কিন্তু রাজ্জাক খুবই অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু সেটআপের কারণে অথবা সানজামুলের প্রতি টিমের আস্থা বেশি ছিল সে কারণে সানজামুলের কথাই আমরা চিন্তা করেছি। যখন আমরা টিম সিলেকশনে বসি তখন অধিনায়কসহ আমাদের সবার মনে হয়েছে যে রাজ্জাককে একটু সময় দেয়া দরকার। ও যদি আরো একটি কাজ করে তাহলে ওর জন্য আরো একটু সহজ হবে।’ উইকেট ব্যাটিং সহায়ক উল্লেখ করে সুজন বলেন, ‘হ্যাঁ এটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। আমরা চেয়েছিলাম যে যদি আরেকটু বোলারদের ফেবার করতো আমাদের জন্য ভালো হতো। তবে এই উইকেটে আমরাও ভালো ব্যাটিং করেছি। প্রথম দিনে ৩৭৪ ছিল বোর্ডে। উইকেট নিয়ে অভিযোগ নেই। ম্যাচটাকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে।’ আপনি কি জয় আশা করছেন উত্তরে খানিকটা দীর্ঘশ^াস ছেড়ে সুজন বলেন, ‘নট রিয়েলি।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ