Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় বিএনপির মতবিনিময় সভা পুলিশি বাধায় পণ্ড

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:১১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশি বাধায় মতবিনিময় সভা করতে পারেনি উপজেলা বিএনপি। উপজেলার বেলচূড়া এলাকায় ওই সভাটি ডাকা হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীকে প্রধান অতিথি করা হয়েছিলো।
জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায়কে ঘিরে দলীয় প্রস্তুতি হিসেবে আনোয়ারা উপজেলা বিএনপি মতবিনিময় সভা ডাকলেও পুলিশি বাঁধার কারণে শেষ পর্যন্ত সভাটি চালিয়ে যেতে পারেনি। পুলিশ অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অতিথি ও দলের নেতাকর্মীদের সভাটি না করার অনুরোধ করলে তড়িঘড়ি করে সভা শেষ করেন নেতারা।
আনোয়ারা উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবের পূর্বাঞ্চল শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সালাউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন ও ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
এদিকে, পুলিশ চলে যাওয়ার পর জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন দলের নেতাকর্মীদের আগামী ৮ তারিখ মাঠে থেকে দলীয় কর্মসূচি সফল করার আহবান জানান।
মতবিনিময় সভা বন্ধ সম্পর্কে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) ও থানার সেকেন্ড অফিসার সুজন দে জানান, বিএনপি অনুমতি না নিয়েই মতবিনিময় সভাটি করছিলো। আমরা সেখানে উপস্থিত হলে সাথে সাথে তারা সভা বন্ধ করে দেন।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ইনকিলাবকে বলেন, আমরা ঘরোয়াভাবে মতবিনিময় সভাটি করছিলাম। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ সভাটি না করার অনুরোধ করলে আমরা সভা করিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সভা পণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ