Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়পত্র নিলেন আবদুল হামিদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০১ পিএম | আপডেট : ৪:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০১৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। এ সময় তার সঙ্গে ছিলেন- হুইপ সহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মো. শাহাবুদ্দীনসহ আওয়ামী লীগের অন্য নেতারা। সিইসি-এর উপস্থিতিতে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন চিফ হুইপ।
আগামী ৫ ফেব্রুয়ারি (সোমবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ ফেব্রুয়ারি (বুধবার), প্রার্থিতা প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি (শনিবার)। আর ভোট ১৮ ফেব্রুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ