নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৮ টেস্ট, ২৩২ ওয়ানডে। ৪৭ বছর বয়সী মাইকেল বেভানকে মনে করা হয় বিশ্বের অন্যতম সেরা ম্যাচ ফিনিশার। কোচ হিসেবেও নাম করেছেন বেভান। ব্যাটিং উপদেষ্টা হিসেবে তামিম-মুশফিকরা পেতে চলেছেন এই অজিকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে অচিরেই যোগ দেবেন মাইকেল বেভান। বর্তমানে এই কাজ সামলাচ্ছেন হাই পারফরম্যান্স দলের কোচ সায়মন হেলমট। এর আগে বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন লঙ্কান ব্যাটিং স্তম্ভ থিলান সামারাবিরা। তবে গেলবছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চুক্তির মেয়াদ শেষে থিলান সামারাবিরা এখন লঙ্কান দলের ব্যাটিং গুরু।
অস্ট্রেলিয়ার হয়ে ২৩২ ওয়ানডে খেলে ৫৩.৫৮ গড়ে মাইকেল বেভান করেন ৬৯১২ রান। ক্যারিয়ারের অধিকাংশ সময় ৬ বা ৭ নম্বরে ব্যাটিং করা বেভানের ক্যারিয়ারে আছে ৬ টি সেঞ্চুরি ও ৪৬ টি ফিফটি। এই বামহাতির বল হাতেও আছে ৩৬ ওয়ানডে উইকেট। ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার মাইকেল বেভান অবশ্য টেস্ট খেলেছেন মাত্র ১৮ টি। আর তাতে ২৯.০৭ গড়ে বেভান করেন ৭৮৫ রান।
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া বেভানের কোচিং ক্যারিয়ার শুরু ২০১১ সালে। ২০১১ তে রঞ্জি ট্রফির উড়িষ্যা দলের কোচ হয়েছিলেন বেভান। ঐ বছরেই আইপিএলে ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ। ২০১২ সালে বাংলাদেশে এসেছিলেন কোচ হয়ে। বিপিএলের প্রথম আসরে মাইকেল বেভান ছিলেন চিটাগাং ভাইকিংসের ব্যাটিং উপদেষ্টা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।