Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্র প্লেসিসের সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : টানা ১৭ ম্যাচ নিজেদের মাঠে হারেনি দক্ষিণ আফ্রিকা। এই ধারা অক্ষুণ্য রাখতে তাদের হাতে পুঁজি ২৬৯ রান। ৩ ম্যাচের টেস্ট সিজির ২-১ ব্যবধানে জয়ের পর ডারবানে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ২৭০ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।
অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছাড়া কেউই ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ১১২ বলে ১১টি চার ও ২ ছক্কায় ১২০ রানের দারুন একটি ইনিংস উপহার দেন ওয়ানডাউনে নামা এই ডানহাতি ব্যাটসম্যান। বাকিদের মধ্যে কেবল কুইন্টন ডি কক (৩৪) ও ক্রিস মরিস (৩৭) ত্রিশ পার করতে পারেন। ভারতের দুই স্পনার কুলদীপ যাদব (৩/৩৪) ও যোবেন্দ্র চাহাল (২/৪৫) মিলে ২০ ওভারে নেন ৭৯ রানে ৫ উইকেট।
জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে রোহিত শর্মার (২০) উইকেটটি হারিয়ে ৪৯ রান করে ভারত। ২১ রানে তখন ব্যাট করছিলেন শেখর ধাওয়ান, এক লাইফ পাওয়া অধিনায়ক বিরাট কোহলি ৫ রানে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ