নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্কোর কার্ড
বাংলাদেশ-শ্রীলঙ্কা, ১ম টেস্ট ২য় দিন
টস : বাংলাদেশ, চট্টগ্রাম
বাংলাদেশ ১ম ইনিংস রান বল ৪ ৬
তামিম ব পেরেরা ৫২ ৫৩ ৬ ১
ইমরুল এলবিডবিøই ব সান্দাকান ৪০ ৭৫ ৪ ০
মুমিনুল ক মেন্ডিস ব হেরাথ ১৭৬ ২১৪ ১৬ ১
মুশফিক ক ডিকভেলা ব লাকমাল ৯২ ১৯২ ১০ ০
লিটন ব লাকমাল ০ ১ ০ ০
মাহমুদউল্লাহ অপরাজিত ৮৩ ১৩৪ ৭ ২
মোসাদ্দেক ক সান্দাকান ব হেরাথ ৮ ১৫ ১ ০
মিরাজ রান আউট (কুমারা/ডিকভেলা) ২০ ১৯ ১ ১
সানজামুল স্টা. ডিকভেলা ব সান্দাকান ২৪ ৫৬ ১ ০
তাইজুল ব হেরাথ ১ ৩ ০ ০
মুস্তাফিজ ক ডিকভেলা ব লাকমাল ৮ ২১ ০ ১
অতিরিক্ত (নো ব ৪, ও ৫) ৯
মোট (১২৯.৫ ওভার, অল আউট) ৫১৩
উইকেট পতন : ১-৭২ (তামিম), ২-১২০ (ইমরুল), ৩-৩৫৬ (মুশফিক), ৪-৩৫৬ (লিটন), ৫-৩৭৬ (মুমিনুল), ৬-৩৯০ (মোসাদ্দেক), ৭-৪১৭ (মিরাজ), ৮-৪৭৫ (সানজামুল), ৯-৪৭৮ (তাইজুল), ১০-৫১৩ (মুস্তাফিজ)।
বোলিং : লাকমাল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, পেরেরা ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২-১-৯২-২, ধনঞ্জয়া ৫-০-১২-০।
শ্রীলঙ্কা ১ম ইনিংস রান বল ৪ ৬
করুনারতেœ ক ইমরুল ব মিরাজ ০ ৯ ০ ০
মেন্ডিস ব্যাটিং ৮৩ ১৫২ ৬ ১
ধনঞ্জয়া ব্যাটিং ১০৪ ১২৭ ১৫ ০
অতিরিক্ত ০
মোট (৪৮ ওভার, ১ উইকেট) ১৮৭
উইকেট পতন : ১-০ (করুনারতেœ)।
বোলিং : মুস্তাফিজ ৭-১-৩১-০, সানজামুল ১৫-১-৫২-০, মিরাজ ৮-০-৪৫-১, তাইজুল ১৭-৩-৫৬-০, মোসাদ্দেক ১-০-৩-০। *দ্বিতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।