Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে জাপানে নিহত ১১

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। ওই বৃদ্ধাশ্রম থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এখনও আগুনের কারণ জানা যায়নি। পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বুধবার রাতে হোক্কায়ডো প্রদেশের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাপ্পোরো সিটির এক বৃদ্ধাশ্রমে আগুন লাগে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন জাপানের কর্ম ও গৃহহীন বৃদ্ধদের জন্য এই আশ্রয়কেন্দ্রটি তৈরি করে দেয়। সেখানে পঞ্চাশোর্ধ্ব ১৬ জন বৃদ্ধ বসবাস করতেন। এই ১৬ জনের মধ্যে ১১ জনকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষণা দেওয়া হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ