Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট্রোল বোমা নিক্ষিপ্ত হলেও সু চি’র বাড়ির ক্ষতি হয়নি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ডি ফ্যাক্টো সরকারের নেতা অং সান সু চির ইয়াঙ্গুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সরকারের মুখপাত্র জাউ তাই ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গতকাল বৃহস্পতিবার চালানো ওই হামলার সময়ে বাড়িতে ছিলেন না সু চি। হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। ইয়াঙ্গুনে একটি লেকের পাশেই মিয়ানমারের ডি-ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি’র বসবাস। জান্তা সরকারের শাসনামলে সুদীর্ঘ গৃহবন্দিত্বের কালে এই বাড়িতেই ছিলেন তিনি। মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে তাই বাড়িটি গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছে সু চি’র ইয়াঙ্গুনের বাড়িটি। মিয়ানমার সরকারের মুখপাত্র জাউ তাই বলেন, বৃহস্পতিবার ওই বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারা হয়েছে। তবে তাতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন সু চি। ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারে সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে তারা রোহিঙ্গাদের ওপর খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ চালান। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ