Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

৯ জনের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের লিউপানশুই নগরীর একটি লোহা ও ইস্পাত কারখানায় বুধবার গ্যাস বিষক্রিয়ায় নয় জন মারা গেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নয় জনের মৃত্যু ও আরো দুই জন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। শোউগ্যাং শিইচেং লোহা ও ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকরা এসময় একটি জেনারেটর বয়লারে কাজ করছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। সিনহুয়া।

মেক্সিকোয় নিহত ৪
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য সিনালোয়ায় বুধবার সকালে সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সিনালোয়া’র আন্ডাসেক্রেটারি ফর পাবলিক সিকিউরিটি ক্রিস্টোবাল ক্যাস্টানেডা এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ স্থানীয় সময় ৪টা ৫৫ মিনিটে সিনালোয়ার রাজধানী সুলিয়াকানের একটি হলে গোলাগুলির খবর পান। সিনহুয়া।

মৃত্যুর আগাম বার্তা
ইনকিলাব ডেস্ক : হার্ট অ্যাটাকের শিকার হওয়ার কয়েক ঘণ্টা আগেই সেই আশঙ্কা জানিয়ে দিচ্ছে একটি সফটওয়্যার। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর ওই সফটওয়্যারের অনুমোদন দিয়েছে। এটি হৃদপিন্ড বা ফুসফুসের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে আগাম সতর্ক বার্তা দিতে পারবে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতাল এই ব্যবস্থা চালু করেছে। সফটওয়্যারটির অসামান্য সাফল্যে কমে এসেছে মৃত্যুহার। বিবিসি।

সম্মেলন সফল
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সোচি শহরে সিরিয়া বিষয়ক ন্যাশনাল কংগ্রেস সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, সোচি সম্মেলনে যেসব পক্ষ অনুপস্থিত ছিল তারা সিরিয়ার সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে যোগ দেবে। ল্যাভরভ আরো বলেন, জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরা সিরিয়ার পক্ষগুলোর মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনায় সহযোগিতা করবেন। এ বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। আল-জাজিরা, বিবিসি।

ভারতে কৃষি আয়
ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে পড়তে শুরু করেছে। ভারতের এক অর্থনৈতিক সমীক্ষা বলছে, সামনের দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির কৃষি আয় ২৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ভারতের অর্থনীতিতে কৃষির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশটির জিডিপির ১৬ শতাংশ ও মোট কর্মসংস্থানের ৪৯ শতাংশের যোগান দেয় কৃষি। তাই কৃষিতে খারাপ উৎপাদন মুদ্রাস্ফীতি এবং কৃষকদের মাঝে হতাশা বাড়াবে। একই সাথে দেশটির রাজনীতি ও সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। ইন্ডিয়া টাইমস।

শঙ্কায় ভারত
ইনকিলাব ডেস্ক : নেপালের ওপর চীনের প্রভাব বিস্তার ঠেকাতে আগেভাগেই সতর্ক হচ্ছে ভারত। এরই ধারাবাহিকতায় নেপালে সরকার গঠনের আগেই দুই দিনের সফরে কাঠমান্ডু যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। জানা গেছে, নেপালের রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সুষমা। দুই দেশের মধ্যকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ ছাড়াও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইনডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ