Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানিক সরকার

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সম্ভবত বর্তমানে ভারতে সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী হলেন ত্রিপুরার মানিক সরকার। তার হাতে নগদ আছে ১৫২০ রুপি। একটি জাতীয় ব্যাংকে তার একাউন্টে জমা আছে ২৪১০ রুপি। নিজের বলতে কোনো বাড়ি নেই। গত ২০ বছর যাবত তিনি বসবাস করছেন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বরাদ্দ দেয়া সরকারি বাসভবনে। তার নেই কোনো চাষযোগ্য জমি। এমন কি তার কোনো মোবাইল ফোন নেই। নেই কোনো ইমেইল একাউন্ট। নেই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের তার একাউন্ট। বিধানসভার নির্বাচনে দাখিল করা তার মনোনয়নপত্রে এসব তথ্য দিয়েছেন মানিক সরকার। তিনি ত্রিপুরা থেকে টানা পাঁচবারের মতো নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এক্ষেত্রে দাখিল করা এফিডেভিটে তিনি জানিয়েছেন তার মোট সম্পদের পরিমাণ ৩৯৩০ রুপি। বামপন্থি ৬৯ বছর বয়সী এই নেতা বেতন হিসেবে যা পান তার পুরোটাই দান করেন নিজের দল সিপিআই (এম)কে। তবে দল থেকে তিনি ৫ হাজার রুপি ভাতা পেয়ে থাকেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ