Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডেনের ৪০ হাজার উদ্বাস্তু নিয়ে উদ্বেগে জাতিসংঘ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এডেনে আশ্রয় নেওয়া ৪০ হাজারেরও বেশি ইয়েমেনি উদ্বাস্তুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহীরা শহরের বেশিরভাগ এলাকা দখল করে নেয়ায় তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না জানিয়ে এ উদ্বেগ প্রকাশ করা হয়। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদেরকে বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা যে সহিংসতা দেখেছি বিশেষ করে তথাকথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) এবং সরকারি বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন।’ সম্প্রতি সরকারি বাহিনীর সঙ্গে কয়েকদিনের সংঘর্ষের পর শহরটি দখল করে নেয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির সরকার প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়ে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নামে পরিচিত। এদেরকে সহযোগিতা করছে সউদী আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত। সউদী নেতৃত্বাধীন এই জোট হাদি সরকারের সমর্থনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুতিরাই এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সউদী আরব ও তার মিত্র দেশগুলো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ