মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক জিমন্যাস্টিক চিকিৎসক ল্যারি নেসারের যৌন নির্যাতনে নির্যাতিত নারীর সংখ্যা বেড়ে ২৬৫তে দাঁড়িয়েছে বলে মিশিগানের এক বিচারক জানিয়েছেন। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে হতে যাওয়া শেষ তিন শুনানিতে অন্তত ৬৫ জন নির্যাতিত নারী ৫৪ বছর বয়সী নেসারের মুখোমুখি হবেন।গত সপ্তাহে অন্য একটি মামলায় দেড় শতাধিক নারীকে লাঞ্ছনা ও নির্যাতনের অভিযোগে সাবেক এই জিমন্যাস্টিক চিকিৎসককে ৪০ থেকে ১৭৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। নেসারের হাতে নির্যাতিতদের মধ্যে অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যালি রেইজম্যান ও জর্ডিন ওয়েবারের মতো খেলোয়াড়রাও আছেন। শিশু পর্নোগ্রাফির অভিযোগে অন্য এক মামলায় অভিযুক্ত নেসার ইতোমধ্যে ৬০ বছরের কারাদন্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে এখন মিশিগানের ডিমনডেলের টুইস্টারস জিমন্যাস্টিক ক্লাবের পেছনের কক্ষে রোগীদের নির্যাতনের অভিযোগের বিচার চলছে। তত্ত¡াবধানে থাকা কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে গত বছরের নভেম্বরে মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক এ ফিজিশিয়ান দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার হাতে নির্যাতিতদের মধ্যে অন্তত একজনের বয়স ১৩-র কম ছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ১৫ অথবা ১৬ বছর বয়সী দুই কিশোরীও ছাড় পায়নি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।