Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌথভাবে পদক্ষেপ নেয়া উচিত : ম্যাখোঁ

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে চালানো অভিযান নিয়ে তুরস্ককে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেন, এই অভিযানকে অযুহাত বানিয়ে সিরিয়ায় দখল অভিযান চালানো উচিত হবে না তুরস্কের। তিনি আরো বলেন, মিত্রদের সঙ্গে মিলে যৌথভাবে পদক্ষেপ নেয়া উচিত তুরস্কের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল অভিযান চালানো শুরু করে তুরস্ক। তুরস্কের ভাষ্য, এই অভিযানের মাধ্যমে আফরিন অঞ্চল থেকে কুর্দি মিলিশিয়াদের বিতাড়িত করা। এতে করে ন্যাটো মিত্রদের সঙ্গে সমপর্কে টানাপোড়ন শুরু হয়েছে তুরস্কের। লে ফিজারো পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রন বলেন, ‘এই অভিযান যদি শুধুমাত্র একটি তুরস্কের সীমান্তে সম্ভাব্য সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে যুদ্ধ ব্যতীত অন্যকোনো দিকে মোড় নেয় ও কোনো দখল অভিযানে রূপান্তরিত হয়, তাহলে এটা আমাদের জন্য বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে।’রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ