Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক মন থেকে দূরে নয়

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মন থেকে দূরে নয়’। আহসান আলমগীর এর রচনা এবং মজিবুল হক খোকন এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অহনা, শাহেদ শরীফ, অরুনা বিশ্বাস, আফরোজা বানু, আবিদ রেহান, সানজিদা কোয়েল, সুমনা সোমা, তারিক স্বপন, তানিয়া বৃষ্টি, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। ধারাবাহিকটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় প্রচার হচ্ছে এটিএন বাংলার পর্দায়। পত্রিকায় নিউজ পড়ে বিস্মিত হয় রোমন হায়দারের স্ত্রী রিনি হায়দার। কিন্তু রোমন ও তন্দ্রা উভয়েই ঘটনা অস্বীকার করে। এক যুবককে ভাড়া করে রিনি, গোপনে রোমন-তন্দ্রার ফটো ও ভিডিও কালেক্ট করে ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে তন্দ্রাকেই অফিস থেকে বের করে দেয়, এই ঘটনায় হায়দার খুব খুশি হয়, সে এখন তন্দ্রার সাথে বাহিরে গিয়ে সময় কাটায়। তন্দ্রার সব খরচ চালায় রোমন। কিন্তু তন্দ্রার ডিসমিস মেনে নিতে পারেনি অন্তু। সে মা ও ভাবীর কাছে প্রশ্ন রাখে কেন তন্দ্রাকে সরানো হয়েছে? ব্যবসায়ীক প্রতিপক্ষ তাদের ইমেজ নষ্ট করার জন্য মিথ্যা নিউজ ছাপিয়েছে, এজন্য একটা নিরীহ মেয়েকে চাকরিচ্যুত করা ভুল। শুররুহয় বউ শাশুড়ি, দেবরের যুদ্ধ? এভাবেই ধারাবাহিকটির গল্প এগিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ধারাবাহিক মন থেকে দূরে নয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ