Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাপলার ত্রিমুকুট

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর এলিনা সুলতানাকে পেছনে ফেলে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ত্রিমুকুট জিতে নিয়েছেন বাংলাদেশ আনসারের শাপলা আক্তার। মহিলা একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈতে তিনটি শিরোপাই নিজের করে নেন শাপলা। গতকাল পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত রুচি ফি. ম. সামসুল আরেফিন স্মৃতি ৩৫তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলা এককের ফাইনালে শাপলা ২১-১৫ ও ২১-১২ পয়েন্টে এলিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মহিলা দ্বৈতে সেনাবাহিনীর এলিনা ও নাবিলা জুটিকে ২২-২০, ১৪-২১ ও ২৩-২১ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে আনসারের শাপলা ও দুলালী জুটি। মিশ্র দ্বৈতে আনসারের রাহাদ কবির খালেদের সঙ্গে জুটি বেঁধে শাপলা ২১-১৭ ও ২১-১৮ পয়েন্টে একই সংস্থার পরশ ও দুলালী জুটিকে হারিয়ে ত্রিমুকুট জয় করেন। এছাড়া পুরুষ এককে সিলেটের সালমান খান আনসারের মোহাম্মদ মিনহাজকে হারিয়ে শিরোপা জিতে নেন। পুরুষ দ্বৈতে আনসারের রাহাদ ও জামিল জুটি একই সংস্থার মোয়াজ্জেম হোসেন ও মিনহাজ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়নশিপের সমাপণী দিন খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এ সময় পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার উপস্থিত ছিলেন।
তৃতীয় বিভাগ ফুটবল
স্পোর্টস রিপোর্টার : সাইফ পাওয়ার ব্যাটারী তৃতীয় বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে ফকিরেরপুল সূর্যতরুন সংঘ। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ফকিরেরপুল সূর্যতরুন সংঘ ১-০ গোলে কল্লোল সংঘকে হারায়। বিজয়ী দলের একমাত্র গোলটি করেন অমিত হাসান। আজ একই স্টেডিয়ামে আরাফ স্পোর্টিং ক্লাব ও গভ: প্রিন্টিং প্রেস এসঅ্যান্ডআরসি এবং কদমতলা সংসদ ও জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ