Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চম হতে পারল না বাংলাদেশ

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচে প্রোটিয়া যুবাদের কাছে ৮ উইকেটে পরাজিত হয় যুব টাইগাররা। ফলে ছয়ে থেকেই আসর শেষ করতে হলো সাইফ-আফিফদের।
গতকাল নিউজিল্যান্ডের কুইন্স টাউনের জন ডেভিস ওভাল মাঠে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ শুরুতেই বিপর্যয়ে পড়ে। দুই পেসার ফ্রেজার জোন্স ও এখনা এমনায়েকার বোলিং তোপে ৪ রানে দুই ওপেনারকে হারানোর পর মাত্র ৩৩ রানের মধ্যে ৫ উইকেট টাইগার যুবারা। পরে আফিফ হোসেন ও সাকিল হোসেন ৯৬ রানের জুটিতে বিপর্যয় সামাল দিলেও শেষ রক্ষা হয়নি। ৪১.৪ ওভারে ১৭৮ রান করেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ৬৩ রান করেন আফিফ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাকিল করেন ৬১ রান। ৫ উইকেট নেন জোন্স, ৩টি এমনায়েকা। জবাবে ৩৮.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৬৩ রানে দুই উইকেট হারানোর পর বাকি কাজটা স্বাচ্ছন্দে সারেন অধিনায়ক রাইনার্ড ভন টন্ডার (৮২*) ও হারমান রোলফেস (৪৪*)।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৪১.৪ ওভারে ১৭৮ (আফিফ ৬৩, শাকিল ৬১, অনিক ১৩; জোন্স ৫/৩৩, এমনায়াকা ৩/২৭)।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ : ৩৮.৩ ওভারে ১৮০/২ (ব্রিটজকে ৩৬, ফন টন্ডার ৮২*, রোলফেস ৪৪*; রনি ১/২১, অনিক ১/৩১)।
ফল : দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : ফ্রেজার জোন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ