নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আলোচনা হয়ে আসছিল অনেক আগে থেকেই। এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে ‘উয়েফা নেশন্স লিগ’ নামের নতুন ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট। ইতোমধ্যে (গেল বুধবার) জুরিখের ছোট্ট শহর লওজানে অনুষ্ঠিত হয়ে গেছে এর ড্র অনুষ্ঠানও।
ফিফা বিশ্বকাপ ও উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপের পর এটি হতে যাচ্ছে ইউরোপের কোন তৃতীয় আন্তর্জাতিক ফুটবল আসর। তবে আপাতত এটা পরীক্ষামূলকভাবে শুরু হবে। আসন্ন রাশিয়া বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে টুর্নামেন্টের প্রথম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জুনে। উল্লেখ্য, আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়সূচিকে কাজে লাগিয়ে এই টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করেছে উয়েফা। অর্থাৎ আন্তর্জাতিক সূচিকে বাধাগ্রস্থ না করেই আসরটি অনুষ্ঠিত হবে।
গেল বুধবারের নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর ও নভেম্বরে প্রথমিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আসরে অংশ নিতে পারবে উয়েফার ৫৫ দেশই। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চার স্তরে (লিগ ‘এ’, ‘বি’, ‘সি ও ‘ডি’) ভাগ হয়ে শুরু হবে প্রথমিক পর্বের খেলা। প্রতি স্তরে থাকবে ১২টি, আবার কোন পর্বে ১৬টি করে দল। প্রতি স্তর আবার চারটি করে গ্রæপে ভাগ হয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচে একে অন্যের মুখোমুখি হবে। প্রত্যেক গ্রæপের শীর্ষ দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে লিগ পর্বের পরবর্তি রাউন্ড। এরপর চার স্তরের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নক-অউট পর্বের খেলা। সেখান থেকে বেছে নেয়া হবে নেশন্স লিগ চ্যাম্পিয়ন দলকে। নেশন্স লিগের ফলাফলের ভিত্তিতে প্লে-অফের মাধ্যমে চারটি দল সুযোগ পাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপে।
শীর্ষ ১২ দল নিয়ে গঠিত লিগ ‘এ’-এর প্রথম গ্রæপে নেদারল্যান্ডের সঙ্গী ফ্রান্স ও জার্মানি। চার নম্বর গ্রæপে ইংল্যান্ড ও স্পেন। ইতালি ও পর্তুগাল তিন নম্বর গ্রæপে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।