Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুঘরে ‘মুক্তিযোদ্ধাদের গল্প’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ২৫ মার্চ কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধাদের গল্প’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য হাশেম খান। আলোচনায় অংশ গ্রহণ করেন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ও কথা সাহিত্যিক মাসুদ আহমেদ এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান। কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল ও কথা সাহিত্যিক মাসুদ আহমেদ বলেন, ‘একাত্তুরে মহান মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। রণাঙ্গনে ও দেশের অভ্যন্তরে এই সব মানুষের আত্মত্যাগ, সংগ্রামের গৌরবগাঁথা সর্বজন বিদিত। আজ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান ও অভিজ্ঞতা সম্পর্কে তরুণ প্রজন্ম অবগত হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অনেক স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। তাদের স্বপ্ন বাস্তবায়নে আজ সবাইকে ভাবতে হবে। বিশেষ অতিথি শিল্পী হাশেম খান বলেন, ‘একাত্তরে নয় মাস জীবন বাজী রেখে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করে শহীদ হন, আবার অনেকে বীরের বেশে দেশে ফিরে এসে দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘরের তিনটি গ্যালারিতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং মুক্তিযুদ্ধের স্মারক প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এসব তথ্য ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করবে। মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাদুঘরে ‘মুক্তিযোদ্ধাদের গল্প’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ