Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে পিএসজি

| প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রেনকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে দশ জনের পিএসজি। এডিনসন কাভানিকে বাদে খেলতে নামা পিএসজির হয়ে গোল করেন টমাস মুনিয়ে, মার্কিনিয়োস ও জিওভানি লো সেলসো। পিএসজির সামনে এখন টানা পঞ্চম শিরোপা জয়ের হাতছানি। প্রতিযোগিতায় তারা সর্বশেষ হেরেছিল ২০১২ সালে।
ম্যাচের বয়স যখন ৬৩ মিনিট, পিএসজি তখন ৩-০ গোলে এগিয়ে। এমন সময় রেনের এক খেলোয়াড়কে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপে। ভিডিও রিপ্লের সহযোগীতা নিয়ে মাঠের রেফারি ফরাসি তরুণ স্ট্রাইকারকে লাল কার্ড দেখান।
ওদিকে ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে আটলান্টার বিপক্ষে গঞ্জালো হিগুয়েইনের একমাত্র গোলে জিতেছে জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ