মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে গতকাল বুধবার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন হতাহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ১। আফগানিস্তানের পাশাপাশি, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এবং ভারতের দিল্লি এবং প্রতিবেশী হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া জম্মু-কাশ্মিরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের উত্তরাঞ্চলে হিন্দুকুশ পর্বতে তাজিকিস্তান সীমান্তে ১৯১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে প্রাকৃতিক এই দুর্যোগে একটি পরিবারের অন্তত এক শিশু নিহত ও আরো নয়জন আহত হয়েছে। বাড়িটির ছাদ ধসে হতাহতের এ ঘটনা ঘটে। ভূমিকম্পের সময় দিল্লি এবং আশেপাশের এলাকা থেকে আতঙ্কিত লোকজন ভয়ে বাড়ি-ঘর, দোকান এবং অফিস থেকে বেরিয়ে আসেন। সামাজিক মাধ্যমে অনেকেই জানিয়েছেন, ভূমিকম্পের সময় প্রচন্ড কম্পন অনুভূত হয়েছে। একই ঘটনা ঘটেছে শ্রীনগরে। সেখানেও আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে। সেখানে একটি নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ধসে পড়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে ছাদ ধসে পড়ায় বেলুচিস্তান প্রদেশে এক নবজাতক নিহত এবং তার পরিবারের আরও নয় সদস্য আহত হয়েছে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আফগানিস্তানের জার্ম এলাকার কাছে। ওই এলাকায় ২০১৫ সালের অক্টোবরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভূমিধস ও ভবন ধসে পড়ে। এতে ৩৮০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। এএফপি, অল ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।