Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরাকল্স ফ্রম হেভেন

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

প্যাট্রিসিয়া রিজেন পরিচালিত ড্রামা ফিল্ম ‘মিরাকল্স ফ্রম হেভেন’। ‘দ্য থার্টিথ্রি’ (২০১৫), ‘গার্ল আইন প্রগ্রেস’ (২০১২) এবং ‘আন্ডার দ্য সেইম মুন’ রিজেন পরিচালিত কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তিনি এগুলো ছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য এবং টিভি চলচ্চিত্র পরিচালনা করেছেন। ‘মিরাকল্স ফ্রম হেভেন’ ক্রিস্টি বিমের লেখা একই নামে স্মৃতিকথা অবলম্বনে নির্মিত।
বার্লেসন, টেক্সাসের বাসিন্দা বিম পরিবারের পারিবারিক বিপর্যয় আর তা থেকে অলৌকিকভাবে উদ্ধার পাওয়ার বাস্তব কাহিনী এটি। পরিবারে সদস্যদের নিয়ে সুখের জীবন কাটাচ্ছিল ক্রিস্টি বিম (জেনিফার গারনার)। কিন্তু একদিন তার সুখের ঘরে বিপর্যয়ের আকাশ ভেঙে পড়ল। জানা গেল তার ১০ বছর বয়সী মেয়ে অ্যানা (কাইলি রজারস) পরিপাকতন্ত্রের এক জটিল আর বিরল রোগে আক্রান্ত। মা জানতে পারল এই রোগের চিকিৎসা নেই। কিন্তু ক্রিস্টি তা মানতে নারাজ। নিরাময়ের খোঁজে হন্যে হয়ে উঠে সে। বারবার তার এই চেষ্টা ব্যর্থ হতে থাকে। সহকর্মী আর পড়শিরাও তাকে হাল ছাড়বার পরামর্শ দেয়। বিশ্বাসের শেষ সীমানায় এসে পৌঁছে। এই সময় এক বিস্ময়কর ঘটনা ঘটে যায়। এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয় অ্যানা। দুর্ঘটনা থেকে সে বেঁচে যায়, কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটে যায়। সেই দুরারোগ্য রোগ থেকে সেরে উঠতে শুরু করে অ্যানা। চিকিৎসকরা জানায় এই সেরে ওঠার ঘটনা বিরল এবং রহস্যময়। তারাও এতে বিস্মিত। ক্রিস্টির বিশ্বাস ফিরে এলো আবার। পড়শি আর সহকর্মীদের মধ্যে যারা ক্রিস্টিকে নিরাশ করেছিল তারও বিস্ময়ে হতবাক হয়ে যায়।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

নাজিয়া হাসানের ভূমিকায় অভিনয় করতে চান আলিয়া ভাট
সাম্প্রতিক ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করার পর অভিনেত্রী আলিয়া ভাট পাকিস্তানের পরলোকগত গায়িকা নাজিয়া হাসানের ভূমিকায় অভিনয় করার আশা ব্যক্ত করেছেন।
এখন বলিউডে জীবনী চলচ্চিত্র নির্মাণের এক চল চলছে। প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ‘মেরি কোম’ চলচ্চিত্রে ভারতের এক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নারী মুষ্টিযোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন আর সোনম কাপুরকে এই বছরের ‘নীরজা’ চলচ্চিত্রে স্টুয়ার্ডেস নীরজা ভানোতের ভূমিকায় অভিনয় করেছেন। একসময় অনিচ্ছা প্রকাশ করলেও কয়েকদিন আগে আলিয়াও জীবনী চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন।
তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কার ভূমিকায় অভিনয় করতে সবচেয়ে বেশি আগ্রহী, তিনি বলেন, “নাজিয়া হাসানের জীবনী অবলম্বনে একটি চলচ্চিত্র হলে ভাল হবে।” ২৩ বছর বয়সী অভিনেত্রীটি জানিয়েছেন তিনি এরই মধ্যে গায়িকাটির জীবন নিয়ে পড়াশোনা করেছেন। তার মতে নাজিয়ার জীবনী নিয়ে চলচ্চিত্র দারুণ হবে।
নাজিয়া ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত বøকবাস্টার ‘কুরবানি’ চলচ্চিত্রের ‘আপ য্যায়সা কোয়ি’ গানটির জন্য উপমহাদেশে নাজিয়া ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। গানটি কম্পোজ করেন লন্ডন ভিত্তিক কম্পোজার বিডু। এরপর বিডুর সঙ্গীত পরিচালনায় নাজিয়া আর তার ভাই জোহেব হাসান কুমার গৌরব এবং রতি অগ্নিহোত্রী অভিনীত ‘স্টার’ ফিল্মের সবগুলো গানে প্লেব্যাক করেন। ‘কুরবানি’ পরিচালনা করেন ফিরোজ খান, তাকেসহ চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন জিনাত আমান, আমজাদ খান এবং বিনোদ খান্না।
নাজিয়া ২০০০ সালে ৩৫ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিরাকল্স ফ্রম হেভেন

২৮ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ