Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারগঞ্জে বিল্যবিয়ে বিরোধী সচেতনতা মেলা

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাদারগঞ্জ (জামালপুর) উপজেলা সংবাদদাতা

বাল্যবিয়ে হলে ছেলেসহ তার পিতা-মাতা ও মেয়ের পিতা-মাতাকে জেল দিতে হবে। এ ঘটনা মিডিয়ায় প্রকাশ করে, একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্য বিয়েকে উচ্ছেদ করতে হবে। গতকাল রোববার সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাল্যবিয়ে বিরোধী সচেতনতা মেলায় বস্ত্র পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মন্ডলকে উদ্দেশ্য করে বলেন, যে কেউ বাল্যবিবাহের সংবাদ দিলে সংবাদদাতার নাম নোট করে রাখবেন, আমি তাদেরকে দশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করব। তিনি উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা সচেতন হলে বাল্য বিবাহ প্রতিরোধ সম্ভব। উপজেলা প্রশাসনকে বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের নামের তালিকা করে জন সম্মুখে নামের তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশসহ তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেন। জেলা প্রশাকের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিজাম উদ্দিন, উপজেলা জেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রশিদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারগঞ্জে বিল্যবিয়ে বিরোধী সচেতনতা মেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ