Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চেয়ারম্যান পদে ১১ চেয়ারের জন্য ৬০ জনের লড়াই

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ ইউপিতে ৬০ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৬৯৩ জন প্রার্থীর ঘুম হারাম হয়ে গেছে। দিবারাত্রি মাঠ চষে বেড়াচ্ছেন তারা। বাছাই পর্ব সম্পন্ন হবার পর আওয়ামী লীগের ১১ বিএনপির ৮ জাতীয় পার্টি (এরশাদ) ৮ ও সিপিবির ১ জনসহ চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪৬ জন এবং সদস্য পদে ৪৮৩ জনসহ মোট ৬৯৩ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এখন মাঠে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সকল ইউপিতে প্রার্থী দিলেও জাতীয় পার্টি মদনখালিতে এবং বিএনপি শানেরহাটে কোন প্রার্থী দেয়নি। দলীয় প্রতীকের প্রার্থীরা হলো-চৈত্রকোল ইউনিয়নে জিয়াউর রহমান সবুজ (আ’লীগ), লিয়াকত আলী বাদল (বিএনপি), ইছাহাক আলী মাস্টার (জাপা), ভেন্ডাবাড়ীতে আব্দুল হালিম সরকার (আ’লীগ), তৌফিকুর রহমান জুয়েল (বিএনপি), মোস্তাফিজার রহমান(জাপা), বড়দরগা হতে মোতাহারুল হক বাবলু (আ’লীগ), সোহেল রানা (বিএনপি), ফারুক মন্ডল (জাপা), কুমেদপুরে মোশফাক হোসেন ফুয়াদ চৌধুরী (আ’লীগ), মোশারফ হোসেন (বিএনপি), মকবুল হোসেন (জাপা), মদনখালীতে সামছুল আলম (আ’লীগ), জাহিদুল ইসলাম জাহিদ (বিএনপি), মোস্তাফিজার রহমান মন্ডল মানিক(স্বতন্ত্র) টুকুরিয়ায় আতাউর রহমান (আ’লীগ), মনোয়ার হোসেন (বিএনপি), মিজানুর রহমান শাহীন (জাপা), শানেরহাটে মিজানুর রহমান মন্টু (আ’লীগ), আবেদ হোসেন খান মাজু (জাপা), পাঁচগাছিতে লুৎফর রহমান লতিফ (আ’লীগ), নজরুল ইসলাম (বিএনপি), ওয়ালিউর রহমান সাকি (জাপা), মিঠিপুরে এসএম ফারুক আহমেদ (আ’লীগ), প্রভাষক রায়হান কবির প্রধান (বিএনপি), হাসান আলী(স্বতন্ত্র) চতরায় এনামুল হক শাহীন (আ’লীগ), আব্দুল কাফি মন্ডল (বিএনপি), জয়নাল আবেদীন (জাপা), হাবিবুর রহমান হাবিব(স্বতন্ত্র) ও কাবিলপুরে রবিউল ইসলাম রবি (আ’লীগ) ও লুৎফর রহমান প্রধান (জাপা)। অবশিষ্টরা স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। উল্লেøখ্য, কুমেদপুর ইউনিয়নে জাপা মনোনীত প্রার্থী মকবুল হোসেন আকস্মিকভাবে আ’লীগ প্রার্থী মোশফাক হোসেন ফুয়াদ চৌধুরীকে সমর্থন দেয়া উপজেলার জাপার নেতা কর্মীরা আনুষ্ঠানিকভাবে মকবুল হোসেনকে বয়কট করে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মোজম্মেল হক লাল কে সমর্থন দিয়েছেন। প্রতিটি ইউনিয়নেই প্রার্থীদের নাওয়া -খাওয়া হারাম হয়ে গেছে। দিবারাত্রি এরা বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন। পুরাতন আত্মীয়তা ঝালাইয়ের পাশাপাশি নির্বাচনী ক্যাম্পিং এ নিত্য-নতুন কৌশল প্রয়োগ করছেন। আগামী ৩১ মার্চ এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ ৯৯ হাজার ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেয়ারম্যান পদে ১১ চেয়ারের জন্য ৬০ জনের লড়াই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ