Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নাঙ্গলকোট পৌর বাজারে অভিনব কায়দায় মালামাল লুট

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

নাঙ্গলকোট পৌর বাজারে অভিনব কায়দায় কয়েক জন ব্যবসায়ীর থেকে মাল লুট হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার এক খরিদদার এসে ৫০ কেজি মুরগি কিনে তার মধ্যে ২টি মুরগি ৫ কেজি নিজে হাতে নেয়। বাকি ৪৫ কেজি জবাই করে ড্রেসিং করতে বলে। পরবর্তীতে ডিম ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর থেকে ৫শ মুরগির ডিম নেয়, পুনরায় মাছ ব্যবসায়ী সাজুর থেকে ৩০ কেজি মাছ নিয়ে ১২ কেজি নিজে হাতে নেয় বাকি ১৮ কেজি কাটতে দেয়। ওখান থেকে এসে তরকারি দোকানে আসে। তরকারী ব্যবসায়ী আবদুল আজিজ থেকে ১৮ কেজি কাঁচা তরকারি নিয়ে নগদ ২শ টাকা দিতে বলে। ২শ টাকা রিকশা ভাড়া দিয়ে আপনার মালের টাকা দিতেছি বলিয়া কেটে পড়ে। পুনরায় মশলা দোকানে গিয়ে ৩৫ হাজার টাকা মশলার মেমো করে। এখান থেকে ১ হাজার টাকা নিয়ে কাঁচাবাজার কিনতে যায়। এদিকে মশলা ব্যবসায়ী দীর্ঘক্ষণ সময় ধরে মেমো অনুযায়ী মশলাগুলো একটি বস্তায় ভরে। উল্লেখিতভাবে সদায়গুলো নেওয়ার পর সবার অলক্ষে পৌর বাজার থেকে সে কেটে পড়ে। দীর্ঘক্ষণ লোকটিকে না দেখে সে কই গেল, কই গেল বলে তল্লাশী করতে থাকে। কিন্তু পরবর্তীতে তার আর হদিসই পাওয়া যায়নি। দোকানীদের এ সমস্ত ফটকাবাজ থেকে সাবধান হওয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাঙ্গলকোট পৌর বাজারে অভিনব কায়দায় মালামাল লুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ