নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জাতীয় ব্যাডমিন্টনের বিভিন্ন ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে শাটলাররা। গতকাল পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পুরুষ এককের খেলায় সালমান আরিফকে, পরশ লিপটনকে, সিবগাত আল আমিনকে, রাহাদ এনামকে, জাকারিা গৌরভ সিংহকে, মিনহাজ এনায়েত উল্লাহকে, লোকমান রমজানকে এবং তুষার অহিদুলকে হারান। মহিলা এককে দুলালী ফাতেমাকে, রেহানা সাবরিনাকে, নাবিলা বিথীকে, রেশমা অরোরাকে, ইরিনা জেনীকে এবং শাপলা হারান অনামিকাকে। পুরুষ দ্বৈতে খালেদ-দুলাল জুটি সোহেল-লিপটন জুটিকে, রকি-তানভীর জুটি আবু জার-নাতিক খানকে, টগর-কাওছার জুটি অনিক-জোবায়ের জুটিকে, আসাদুল্লাহ-সাজ্জাদ জুটি হানিফ-রাফিউলকে, লাল চাঁদ-তুষার জুটি জোবায়ের-মাহমুদুলকে, সিবগাত-মাইনুল জুিট দিপু-আরিফ জুটিকে এবং মিনহাজ-অহিদুল জুটি সাকিব-মোরসালিন জুটিকে হারায়। মহিলা দ্বৈতে শাপলা-দুলালী জুটি রিপ্তি-শ্রাবনী জুটিকে, অনামিকা-ফাতেমা জুটি সুমাইয়া-সাথি জুটিকে, বৃষ্টি-রেহানা জুটি সাদিয়া-শ্রাবনী জুটিকে এবং এলিনা-নাবিলা জুটি হারায় অন্তরা-শোভা জুটিকে। এছাড়া মিশ্র দ্বৈতে মোরসালিন-বৃষ্টি জুটি রাহুল-অরোরা জুটিকে এবং সাকিব-নাবিলা জুটি হারায় শফিকুল-সাদিয়া জুটিকে। আজ সকাল থেকে সেমিফাইনালের খেলাগুলো শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।