Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল পুনঃগণনার দাবি জানিয়েছেন চার মেম্বর প্রার্থী। গত শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান নির্বাচন কমিশনারের কাছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেম্বর প্রার্থী মোহাম্মদ আলী গাজী। লিখিত বক্তব্যে নিজেদের সরকার দলীয় লোক দাবী করে বলা হয়, প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী আশরাফুল ইসলাম ডাবলু কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিশকে মোটা অংকের টাকা দিয়ে ভোটারদের জিম্মি করে নিজ প্রতীকে ভোট দিতে বাধ্য করে। তারা তাদের এজেন্টদের সাথে দুর্ব্যবহার করে রেজাল্ট শিটে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। ভোট গণনার পূর্বে এজেন্টদের ঘর থেকে বের করে দিয়ে দরজা-জানালা বন্ধ করে দেয়া হয়। ওই সময় গণনার কক্ষে প্রবেশ করেন মেম্বর প্রার্থী আশরাফুল ইসলামের জামাই। বিষয়টি তদন্তে প্রমাণিত হবে। সংবাদ সম্মেলনে হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল পুনঃগণনা এবং কারচুপিতে সহযোগিতার অভিযোগে নির্বাচন কর্মকর্তা ও কেন্দ্রে দায়িত্বরতদের শাস্তিরও দাবি জানান তারা। এ সময় আরো উপস্থিত ছিলেন- মেম্বর প্রার্থী ফজলুর রহমান, মনিরুজ্জামান মনি, মরিয়ম বেগমসহ এলাকার লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ