রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় এলাকাবাসীর বাধার মুখে অবৈধ সংযোগধারীরা পালিয়ে গেছেন। গতকাল রোববার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গত তিন দিন ধরে সাভার উপজেলার উলাইল ও হেমায়েতপুরের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক চলছে। এলাকাবাসী জানান, একটি চক্র প্রতিনিয়ত রাতের আঁধারে হেমায়েতপুরের পুর্বহাটি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বাড়ির মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রোববার ভোর রাতে পুর্বহাটি ও শ্যামপুর এলাকায় ড্রেনের পাশের মাটি খুঁরে তিন ইঞ্চি পাইপ দিয়ে গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে ওই চক্রটি। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারীদের ধাওয়া দিলে তারা পাইপ রেখে পালিয়ে যায়। অসাধু কিছু পুলিশ সদস্য, গ্যাস সরবরাহ কোম্পানির কতিপয় ঠিকাদার নিয়ে চক্রটি গড়ে তোলায় কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলায় ঝুঁলিয়ে দেয়ার হুমকি দিচ্ছে। এলাকাবাসী আরও জানান, রাতের আঁধারে ওইসব গ্যাস সংযোগের সময় শ্রমিকরা পুলিশের হাতে ধরা পড়লেও চক্রটি মোটা অংকের টাকা দিয়ে ছাড়া পেয়ে আবারও গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে। সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগধারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যারা গ্যাসের ঠিকাদার পরিচয়ে এসব কাজ করছে তাদের চিহ্নিত করতে সকলের সহযোগিতা আশা করেন তিনি। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদেরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।