Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফবিআই উপ-পরিচালক এন্ড্রু ম্যাকেবের পদত্যাগ

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে লাগাতার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন এফবিআই উপ-পরিচালক এন্ড্রু ম্যাকেব। তার বিরুদ্ধে বরাবরই রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার অভিযোগ করে এসেছেন ট্রাম্প। ম্যাকেব সরে দাঁড়ান এমনটিই ট্রাম্প চাইছিলেন বলেও খবর প্রকাশ পেয়েছে। এর এক সপ্তাহের মাথায়ই গত সোমবার ম্যাকেবের পদত্যাগের খবর জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে অবসরে যাওয়ার কথা ম্যাকেবের। তার আগেই তিনি পদত্যাগে বাধ্য হলেন। তবে ম্যাকেব মার্চেই ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ছাড়বেন বলে মনে করা হচ্ছে। তার আগে অবসরের দিন পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। হোয়াইট হাউজ ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো হাত থাকার কথা অস্বীকার করেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সোমবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউজ দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রক্রিয়ায় জড়িত নন।” তাহলে ঠিক কি কারণে ম্যাকেব আগেভাগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। এফবিআই এর মুখপাত্রও তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি ম্যাকেবের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি। হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অফিসের কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করার কারণে ম্যাকেব রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার শিকার হন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ