রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার রামারপোল গ্রামে সৌদি প্রবাসী মোঃ বাবুল হোসেন বেপারীর বাগানের ৩৫টি চারা গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে এবং রাতের আঁধারে শত্রুতা করায় অজানা শংকা নিয়ে পরিবারটিতে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সৌদি প্রবাসী বাবুল হোসেন বেপারী মোবাইলে জানায়, তিনি দীর্ঘদিন ধরে সৌদিতে রয়েছেন। আর বাড়িতে তার মা-স্ত্রীসহ সন্তানেরা রয়েছে। রাতের আঁধারে তার পরিবারের সাথে কেউ শত্রুতা করায় তিনি এবং তার পরিবার চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এসব বিষয়ে তিনি প্রশাসনের নজরদারীরও দাবী জানান। প্রতিবেশী কালাম হাওলাদার, আঃ সালাম মিয়াসহ ১০/১২ জন গ্রামবাসী আক্ষেপ করে বলেন, ‘প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে দেশের জন্য রেমিটেন্স পাঠায়। তাদের পরিবারগুলো যদি এসব শত্রুর শিকার হয় সেটি লজ্জার বিষয়। আর এসব বিষয়ে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আমরা জোড় দাবী জানাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।