Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা যুক্তরাষ্ট্রে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া কানেকশন নিয়ে তদন্তের বিরুদ্ধে অব্যাহত এক লড়াই করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। তাদের এই লড়াই গত সোমবার থেকে এক নতুন মাত্রা পেয়েছে। প্রথমেই খবর আসে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের উপ-পরিচালক এন্ড্রু ম্যাকাবে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ক্যাপিটল হিলে তার মিত্রদের অব্যাহত সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেন। বলা হচ্ছিল, তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এরপর প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটি একটি প্রস্তাবের ওপর ভোট দেয়। ওই প্রস্তাবে বলা হয়, নজরদারিমুলক আইন লঙ্ঘন করছে এফবিআই। এ সংক্রান্ত একটি মেমো প্রকাশ করতে হবে। এসব খবর এমন এক সময়ে আসে যখন গত সপ্তাহে খবর ছড়িয়ে পড়ে যে, রাশিয়া কানেকশন নিয়ে তদন্ত প্রায় শেষ করে এনেছেন আইন মন্ত্রণালয় নিয়োজিত স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলার। এ খবরে ওয়াশিংটনে এক রকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজনৈতিক সঙ্কট যে ঘনীভূত তার প্রকাশ পায়। এমনই এক পর্যায়ে পদত্যাগ করলেন ম্যাকাবে। তবে হোয়াইট হাউজ বলেছে, ম্যাকাবের আকস্মিক বিদায়ে তাদের করার কিছু ছিল না। তবে রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে যদি এরপরে স্পেশাল কাউন্সেলর রবার্ট মুয়েলার অথবা ডেপুটি এটর্নি জেনারেল রড রোজেনস্টেইন বিদায় নেন তাহলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ