Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোর করে পোশাক খুলে নিলেন হারভে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হলিউড মুঘল হারভে উইন্সটেনের বিরুদ্ধে রগরগে যৌন নির্যাতনের আরো অভিযোগ তুললেন অভিনেত্রী রোজ ম্যাকগোয়েন। তিনি বললেন, ১৯৯৭ সালে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে তার ওপর চোখ পড়ে উইন্সটেনের। তিনি তাকে ডিয়ার ভ্যালিতে স্টেইন এরিকসেন লজে আমন্ত্রণ জানান। ম্যাকগোয়েন সেখানে উপস্থিত হলে জোর করে তার পোশাক খুলে নেন উইন্সটেন। সেটা করতে গিয়ে ম্যাকগোয়েনের পোশাক ছিড়ে পর্যন্ত ফেলেন। এরপর তার হোটেল স্যুটের একটি ‘জ্যাকুজি’র এক প্রান্তে বসতে বাধ্য করেন তাকে। ওই অভিনেত্রীকে বাধ্য করেন ‘ওরাল সেক্স’ পারফরম করতে। অন্যদিকে হারভে উইন্সটেন নিজে নিজে ‘মাস্টরবেট’ করতে থাকেন। রোজ ম্যাকগোয়েন বলেন, এ সময় তিনি ভয়ে হিম হয়ে গিয়েছিলেন। নিজের স্মৃতিকথা ‘ব্রেভ’ বইয়ে এসব কথা লিখেছেন রোজ ম্যাকগোয়েন। তার সঙ্গে উইন্সটেন ওই ঘটনা ঘটনায় যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে। এই রাজ্যে জোরপূর্বক ‘ওরাল সেক্স’কে ধর্ষণ হিসেবে দেখা হয়। তবে ওই সময় বিষয়টি ম্যাকগোয়েনের সঙ্গে এক লাখ ডলারে মিটমাট করে নিয়েছিলেন উইন্সটেন। ফলে তখন তিনি আর এ নিয়ে কোনো মামলা করেন নি। তবে তিনি বিষয়টি অভিনেতা বেন অ্যাফ্লেককে অবহিত করেছিলেন। ওদিকে নতুন করে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন হারভে উইন্সটেন। নিউ ইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ