Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ কোটিরও বেশি কন্যাশিশু ভারতে

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে পুত্রসন্তানের আকাক্সক্ষায় গর্ভধারণ করে জন্ম দেওয়া ‘অনাকাক্সিক্ষত’ কন্যাশিশুর সংখ্যা প্রায় ২ কোটি ১০ লাখ। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এখনও এমন বহু পরিবার রয়েছে যেসব পরিবারের নারীদের পুত্রসন্তান জন্ম দেওয়ার আগ পর্যন্ত গর্ভধারণ করেই যেতে হয়। খবরে বলা হয়, ওই প্রতিবেদনে ‘অনাকাক্সিক্ষত’ কন্যাশিশুর জন্ম নেওয়াকে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে গর্ভপাতের একটি ভিন্ন রূপ হিসেবে অভিহিত করা হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রবণতা কন্যাশিশুদের জন্য আশাপ্রদ কোনও ভবিষ্যৎ এনে দেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুত্রসন্তানের আকাক্সক্ষার কারণে গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করে গর্ভপাতের ঘটনায় প্রতিবছর ছয় কোটিরও বেশি কন্যাশিশু জন্ম নিতে পারছে না ভারতে। গর্ভস্থ ভ্রুণের লিঙ্গ নির্ধারণ দেশটিতে আইনত নিষিদ্ধ হলেও এখনও ভারতের বিভিন্ন স্থানে এটা করা হয়ে থাকে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ