Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ইদলিবে রুশ বিমান হামলায় নিহত ৩৩

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার কয়েক দফা বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। গত সোমবার এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে অধিকাংশই সারাকিদ শহরের। সরকার অধ্যুষিত আলেপ্পো শহরের প্রধান হাইওয়ের পাশে এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় আবু আল দুহুর সেনা ঘাঁটি থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই শহরটি। ওই এলাকাটি জঙ্গিদের হাত থেকে পুণর্দখল করেছে সরকার বাহিনী এবং তাদের জোট মিলিশিয়া বাহিনী। বেসামরিক প্রতিরোধ ব্যবস্থা হোয়াইট হেলমেটের প্রধান মুস্তফা আল হাজ ইউসেফ জানিয়েছেন, কয়েক দফা বিমান হামলায় ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছে। সারাদিক শহরের উত্তরাঞ্চলীয় একটি সবজির বাজারে মঙ্গলবার সকাল ছয়টায় ওই হামলা চালানো হয়েছে। টেলিফোনে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, প্রথম হামলার পর যে হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালেও হামলা চালানো হয়েছে। এতে হাসপাতালের চিকিৎসা কর্মীরা আহত হন। হামলার কারণে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে। ২০১৫ সাল থেকেই ইদলিব এবং এর আশেপাশের এলাকা বিরোধী গ্রুপগুলোর নিয়ন্ত্রণে চলে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ