Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধশত অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে শত শত পরিবার

ভবন উদ্বোধনের ২ বছর পরও শুরু হয়নি কার্যক্রম

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আবুল হাসান সোহেল, মাদারীপুর থেকে : উদ্বোধন হওয়ার পর সময় অতিবাহিত হয়েছে ২ বছর। কিন্তু এ দুই বছরেও চালু হয়নি মাদারীপুরের শিবচর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের কার্যক্রম। ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগের পরস্পরবিরোধী কর্মকা-ের কারণেই দুই বছরেও কার্যক্রম চালু হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শিবচর উপজেলার ২৪০ বর্গ কিলোমিটার আয়তনে রয়েছে ১টি পৌরসভা, ১৯টি ইউনিয়নের নিয়ে গঠিত শিবচরে সাড়ে ৪ লাখ মানুষের বসবাস। গত দুই বছরে অর্ধশত অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এই উপজেলায়। অগ্নিকা-ের ঘটনায় আর্থিকসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার জনগণ। সহায় সম্বলহীন হয়ে পড়েছে শত শত পরিবার। জেলার ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, ৩৩ শতাংশ জায়গা নিয়ে শিবচর বাসস্ট্যান্ডের উত্তর পাশে গণপূর্ত বিভাগ ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে শিবচর ফায়ার সার্ভিস ভবন। ভবনটি নির্মাণের পর ২০১৩ সালের ১২ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিবচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় দুই বছর কেটে গেলো। মাদারীপুর জেলার ফায়ার সার্ভিসের অফিস থেকে শিবচরের দূরত্ব ৪০ কিলোমিটার। এই উপজেলার কোথায়ও অগ্নিকা- ঘটলে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ডাক বাংলো রোডের বাসিন্দা এডভোকেট হাবিুবর রহমান বলেন, জনগণের জানমাল রক্ষার্থে সরকার কোটি টাকা খরচ করে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করেছে। কিন্তু আমরা এর কোনই সেবা পাচ্ছি না। বরং বিদ্যুত সংযোগবিহীন ও পরিত্যক্ত থাকায় ফায়ার সার্ভিসের এ ভবনটিতে মাদকাসক্তসহ বিভিন্ন অসামাজিক কর্মকা-ে জড়িয়ে পড়ছে এলাকার বখাটেরা। জরুরিভিত্তিতে জনস্বার্থে ফায়ার সার্ভিস অফিসের কার্যক্রম চালু করা দরকার। এদিকে ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগের পরস্পরবিরোধী কর্মকা-ের কারণে দুই বছরেও চালু হয়নি ফায়ার সার্ভিসের কার্যক্রম, দাবি গণপূর্ত বিভাগের। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলেন, বছরখানেক আগে ভবনটির কাজ সম্পন্ন করে অফিসিয়ালভাবে চিঠিও দেয়া হয়েছে কিন্তু তারা এ বিষয়ে কোন গুরুত্ব দেয়নি। জেলা সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘গাড়ি পার্কিং, বিদ্যুত সংযোগ, এপ্রোস সড়কসহ এই স্টেশনের কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত না হওয়ায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। গণপূর্ত বিভাগ কাজ শেষ করে দিলে আমরা অফিসের কার্যক্রম দ্রুত চালু করব।’ শিবচর ই্উএনও মো. ইমরান হোসেন বলেন, ‘যথা শীঘ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু করার ব্যবস্থা করব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্ধশত অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে শত শত পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ