নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রতাপের সঙ্গে এগিয়ে চলা আফগানিস্তানকে মাটিতে নামিয়ে আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল সেমিফাইনালে আফগান যুবাদের ৬ উইকেটে হারায় অজি যুবারা। নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চের হেগল ওভালে অনুষ্ঠিত ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করে ৪৮ ওভারে ১৮১ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। ১১৯ বলে ৮০ রানের দারুণ ইনিংসের পথে কাউকে পাশে পাননি উইকেটরক্ষক ব্যাটসম্যান ইব্রাহিম আলী খিল। অজি অল-রাউন্ডার জোনাথন মারলো ২৪ রানে নেন ৪ উইকেট। জবাবে মাত্র চার উইকেট হারিয়ে ৭৫ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়ার যুবারা। উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক এডওয়ার্ডস ৬৫ বলে ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৭২ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন।
ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা তা হয়ত জেনে গেছেন ইতোমধ্যে। দুই চিরপ্রতিদ্ব›দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি এতক্ষণে শেষ হওয়ার কথা। বিজয়ী দলের সাথে মাউন্ট মঙ্গুনুইয়ে আগামী ৩ ফেব্রæয়ারি শনিবারের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।