Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেহরানে যাচ্ছেন চার অ্যাথলেট

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ইরানের রাজধানী তেহরানে যাচ্ছেন বাংলাদেশের চার অ্যাথলেট। সকাল ১১টা ৫০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সযোগে রওয়ানা হবে পাঁচ সদস্যের বাংলাদেশ দলটি।
১ থেকে ৩ পর্যন্ত ফেব্রæয়ারি তেহরানে অনুষ্ঠিত হবে অষ্টম এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ। যেখানে খেলবেন বাংলাদেশের চার অ্যাথলেট। তাদের সঙ্গে রয়েছেন একজন কোচ কাম ম্যানেজার। অ্যাথলেটদের মধ্যে দু’জন বাংলাদেশ সেনাবাহিনীর এবং একজন করে বিমান ও নৌবাহিনীর। সবাই ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী। এরা হলেন- ৪০০ মিটার স্প্রিন্টার সুমি আক্তার এবং লং জাম্পার নৌবাহিনীর এম আল আমিন। ৮০০ মিটারে সেনাবাহিনীর কামরুল হাসান এবং শটপুটে অংশ নিচ্ছেন বিমানবাহিনীর মো. ইমতিয়াজ হোসেন। দলের কোচ-কাম ম্যানেজার হয়েছেন নৌবাহিনীর হুমায়ুন কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ