Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ব্যাডমিন্টন

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাবনায় জাতীয় ব্যাডমিন্টনের মহিলা ও পুরুষ একক এবং পুরুষ দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। গতকাল শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলা এককের খেলায় বিথি সরকার শ্রাবনী আক্তারকে, লাবনী সুমাইয়াকে, সাদিয়া নিশামনিকে, বুশরা অন্তরাকে এবং সাথি সুমিকে হারান। পুরুষ এককে এনায়েত আলমাসকে, সালমান অন্তরকে, আরিফ লিমনকে, পরশ মোহনকে, শুভ হিমেলকে, আরিফুল রওনককে, সিবগাত উল্লাহ রবিউলকে, আল আমি আবদুল্লাহকে, রাহাদ মামুনকে, এনাম সজিবকে এবং আবদুল্লাহ আল মাশরাফি মুক্তার হোসেনকে হারান। এছাড়া পুরুষ দ্বৈতে রাহাদ ও জমিল জুটি শিপন ও রবিউল জুটিকে, সোহেল ও লিপটন জুটি অন্তর ও শোভন জুটিকে, আবু জর ও নাতিক জুটি মোকাররম ও ওমর জুটিকে, রকি ও সেফাউল জুটি তপু ও আলমাস জুটিকে, মশিউর ও মিঠুন জুটি ফরহাদ ও লিমন জুটিকে, হানিফ ও রাফিউল জুটি সাকিব ও আনয়ারুল জুটিকে, রানা ও তুহিন জুটি রাকিবুল ও ইমন জুটিকে হারায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ