Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসময়ের বৃষ্টিতে সতেজ চা বাগান

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আনোয়ার হোসেন জসিম, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : অসময়ের বৃষ্টি চা গাছের জন্য শুভ লক্ষণ হয়ে এসেছে। এর ফলে চা গাছে গজাবে নতুন কুঁড়ি। মাঘের শীতের এই বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও চায়ের জন্য উপকারী বলে অভিহিত করেছেন চা সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটি চা বাগানে এখন চলছে চা গাছগুলোকে (প্রুনিং) ছাঁটাই। হঠাৎ বৃষ্টির ফলে নতুন কুঁড়ি ছাড়তে শুরু করবে চা গাছ। আগে কুঁড়ি ছাড়লে আগে চা পাতা চয়ন (উত্তোলন) শুরু হবে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ বলেন, গত ২০ জানুয়ারি রাত থেকে থেমে থেমে প্রায় দু’ঘণ্টাব্যাপী বৃষ্টি হয়েছে। ওই সময় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি রবিশস্যের জন্য কিছুটা ক্ষতি হলেও চা বাগানের জন্য প্রয়োজনীয়। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ বলেন, এ বৃষ্টির পরিমাণ ছিল ১১.৮ মিলিমিটার। হরিণছড়া চা বাগানের ম্যানেজার জয়নাল আবেদীন বলেন, ইয়াং টি’র জন্য খুবই প্রয়োজন এ বৃষ্টি। আমরা এখন আমাদের বাগানে ইরিগেশন (সেচ) দিচ্ছি। পানির পরশ পেলে চা-গাছ আগে-ভাগে কুঁড়ি ছাড়তে শুরু করবে। আগে কুঁড়ি পেলে ফ্যাক্টরিতে ম্যানুফেকচারও (উৎপাদন) শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এর পরিচালক ড. মাঈন উদ্দিন আহমেদ বলেন, এই বৃষ্টি চায়ের জন্য উপকারী। এর ফলে চা গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং চা গাছে দ্রুত ফ্লাশ দেখা দেবে। মাঝে মাঝে এমন বৃষ্টি হলে সেচ কম লাগবে এবং চায়ের উৎপাদন কাক্সিক্ষত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সহজ হবে। দেশের চায়ের উৎপাদন সম্পর্কে তিনি বলেন, ডিসেম্বর মাসেও অনেক চা বাগান পাতা চয়ন (উত্তোলন) করেছে। তাই সর্বশেষ রিপোর্টটা এখনও আপডেট হয়ে আমার হাতে আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ২০১৫ সালে দেশের চায়ের উৎপাদন ৬৬ মিলিয়ন কেজি হবে। ২০১৪ সালে দেশের চায়ের মোট উৎপাদন ছিল ৬৩ মিলিয়ন কেজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অসময়ের বৃষ্টিতে সতেজ চা বাগান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ