পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন না করে বিচারপতি নিয়োগ দেয়াকে আন্দাজে ঢিল ছোড়ার মত বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। তিনি আরো বলেন, যে স্বপ্ন নিয়ে সংবিধান প্রনয়ণ করা হয়েছিল তা আজও পর্যন্ত পূরণ হয়নি বলেও মনে করেন এ আইনজীবী।
গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে জনস্বার্থ মামলার রায় নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিচালিত ৪৭টি জনস্বার্থ মামলার রায় নিয়ে এ বই প্রকাশ করা হয়।
এম আমীর-উল ইসলাম বলেন, বিচারপতি নিয়োগের জন্য সংবিধান অনুযায়ী যে আইনটি প্রণয়ন করার কথা সেটা প্রণয়ন না হওয়ার ফলে যেভাবে বিচারপতি নিয়োগ করছি তা আন্দাজে ঢিল ছোড়ার মত। দেশে মানবতার স্খলন ঘটেছে উল্লেখ করে প্রবীণ এ আইনজীবী বলেন, বাংলাদেশে আজকে সব থেকে বড় সংকট হলো মানবতা। শান্তির বড় অভাব। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানে যে নির্দেশ ছিল সে অনুযায়ী আইনটি এখনো করা হয়নি উল্লেখ করে এম আমীর-উল ইসলাম বলেন, আইন না করেই আমরা বিচারক নিয়োগ দিচ্ছি। এর ফল কিন্তু আমরা পাচ্ছি এবং পেতেও থাকবো। কোনো একটা সময় আসবে যখন এটা বড় সংকটে পরিণত হবে। এ সংকটের পূর্ব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জুল ইসলাম বলেন, আজকে মনজিল মোরসেদ যে আন্দোলন শুরু করেছে এক সময় দেখা যাবে ঝাকে ঝাকে মানুষ আসছে। দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি। আমরা আজকে দেখছি কি নৈতিকতার স্খলন। মানবতার পতন। এর মধ্যে মানুষ যাবে কোথায়। জনস্বার্থ মামলার কথা মনে হলেই মনে পড়ে মহিউদ্দিন ফারুকের সেই মামলার কথা। যেখানে তিনি বলেছিলেন যার অন্তন কাদে সেইতো এপ্রিব। অন্তর যার কাদে সেই জনস্বার্থ মামলা করবে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জনস্বার্থের মামলার বিষয়ে আমাদের দেশের আদালতও বেশ সচেতন হয়েছে। এসব মামলার পাশাপাশি দরকার এসব মামলার মনিটোরিং করা। এসব মামলায় একটা রুল বা ডাইরেকশন দিয়ে দিলেই শেষ হয় না। ভারতে যেটা করে এসব মামলার ফলোয়াপ করে। টাইম ফ্রেম করে দেয়। এসব বিষয়ে আমরা গুরুত্ব দিলে এগুলো আরও কার্যকর হবে। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র আইনজীবী এবিএম নূরুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।