পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার রায় কী হবে সেটা আদালত জানে। কিন্তু কী রায় হবে সেটা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন সেটা বিএনপি করতে পারে না। এ হুমকিতে তারা আদালতকে অবমাননা করেছে। রায়কে ঘিরে কোন নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হলে মোকাবেলা করার জন্য সরকার লাগবে না বরং জনগণই প্রতিরোধ করবে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর (নারায়ণগঞ্জ ও বন্দর) নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী কাদের বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়া হলো। এটি নাসিম ওসমানের নামে নামকরণের দাবির বিষয়ে আমি প্রস্তাব করবো। ৪৪৮ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের মধ্যেই এ সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ও কাশীপুরে চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) সংযোগ দুটি ক্ষতিগ্রস্ত সেতুর পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্প উদ্বোধন করেন।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি মনে করেছে এবারও তারা নির্বাচনে না এলে আবারও বিনা প্রতিদ্ব›িদ্বতার একটা ফাঁক তৈরি হবে। বিএনপি যদি এটা ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার আর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচন হবে না, অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নেবে।’
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের (শহর-বন্দর) জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।