পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা বেশি। আগামী তিন বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হলে আরও শক্তিশালী ও দক্ষতা বৃদ্ধি পাবে পুলিশের। এজন্য গৃহীত ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ পুলিশ’ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
গতকাল রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা প্রণয়ণ ২০১৮-২০২০’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩ বছর মেয়াদি এ নতুন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব স¤প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এ আইন-শৃঙ্খলা বাহিনী।
নতুন পরিকল্পনাকে রোডম্যাপ ও মিশন আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অতীতে পুলিশ সক্ষমতার পরিচয় দিয়েছে। আশা করছি ঐকান্তিক চেষ্টায় আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের অনেক ইউনিট বৃদ্ধি করা হয়েছে। জনবল ও ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে। গৃহীত তিন বছরের জন্য নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সব ক্ষেত্রে পুলিশের সক্ষমতা অর্জিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মোখলেছুর রহমান, কোস্টগার্ড ডিজি, বিজিবি ডিজিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।