Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেস্টে ফিরতে প্রস্তুত, বিসিবির না

এই রিয়াদে অগাধ আস্থা মাশরাফির

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়েই সাদা পোষাকে নেতৃত্বে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পাওয়ায় অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তার এই অনাকাক্সিক্ষত ছিটকে যাওয়ায় দলকে নেতৃত্ব দিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, সামনে থেকে ভালোভাবে দলকে নেতৃত্ব দিতে পারবেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
সাকিবের ছুটিতে থাকায় দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের দলে সুযোগ মিলেছিল মাহমুদউল্লাহর। কিছু দিন আগে সাকিব টেস্টের নেতৃত্ব পাওয়ার পর সহ-অধিনায়ক করা হয় তাকে। সাকিবের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর সামনে অনেক বড় পরীক্ষা। মাশরাফি মনে করেন, উন্নতির প্রমাণ হিসেবে সাকিবকে ছাড়াই ভালো করতে হবে টেস্টে, ‘এটাই চ্যালেঞ্জ দলের জন্য। এখান থেকে কিভাবে উঠে আসা যায়, এখান থেকে কীভাবে ভালো খেলা যায় সেটাই বড় চ্যালেঞ্জ। টেস্ট সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে টেস্ট দলকে ভালো একটা বার্তা দেওয়ার ইচ্ছে ছিল মাশরাফির। ৭৯ রানের হারে তা হয়নি। এখন তাকিয়ে আছেন টেস্ট সিরিজের দিকে, ‘ত্রিদেশীয় সিরিজ জিতলে পুরো দলের চেহারাই অন্যরকম হত। আমরা এখন টেস্টের দিকেই তাকিয়ে আছি। সাকিবের না থাকাটা যে কেউ বলবে আমাদের জন্য অসুবিধার। ইনজুরি হলে কিছুই করার থাকে না। সাকিব সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ছাড়াই খেলতে হবে।’
টেস্ট হচ্ছে মাশরাফির সবচেয়ে প্রিয় সংস্করণ। ক্রিকেটের এই সংস্করণের প্রতি তার অসীম ভালোবাসা। কিন্তু বারবার চোটে পড়ায় ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থমকে গেছে অভিজাত সংস্করণে তার পথচলা। তবে এ মুহূর্তে দলের দরকারে তিনি টেস্টে ফিরতে প্রস্তুত। দলের এই প্রয়োজনের সময় ডাক এলে কী সাদা পোশাকে দেখা যাবে মাশরাফিকে? এমন প্রশ্নের জবাবে সাদা প্রস্তুত উত্তর, ‘যদি দলের দরকার হয়, অবশ্যই আমি চেষ্টা করব। এখন মাহমুদউল্লাহ রিয়াদ আছে। আমার বিশ্বাস যে, ও দলকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর সব সিনিয়র খেলোয়াড়রা তো সহায়তা করবেই।’
কিন্তু তাকে ফেরাতে বিসিবির ভাবনা কী? বিসিবির ভাবনা কিন্তু ঠিক উল্টো। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘টেস্ট মাশরাফির জন্য আদর্শ নয়। টেস্ট খেলা অনেক কঠিন। তাকে আমাদের প্রয়োজন আছে। তবে যদি সে চায় আমরা এখনই (বাংলাদেশ) টি-টোয়েন্টি দলে তাকে ফেরাতে পারি।’
তবে মাশরাফি টি-টোয়েন্টিতে ফিরতে মোটেও আগ্রহী নন। এমনিতেই টি-টোয়েন্টি তার খুব একটা প্রিয় নয়। তার উপর গত এপ্রিলে শ্রীলঙ্কায় তাকে যেভাবে অবসর নিতে বাধ্য করা হয়েছিল, সেই তিক্ত অভিজ্ঞতা মন থেকে মুছে ফেলে ফেরাটা যে কষ্টের। মাশরাফির চাওয়া ছিল, অবসর নিতে হলেই দেশ থেকেই নেবেন। কিন্তু তাকে সে সুযোগটা দেওয়া হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ